রাবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। সোমবার ক্লাসের প্রথমদিনে বিভাগ ও ইনস্টিটিউটসমূহে নতুন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত শিক্ষার্থীরা বিভাগের শিক্ষক ও অন্য শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং বিভাগের পক্ষ থেকে তাদের শিক্ষা উপকরণ ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনে নবাগত শিক্ষার্থীদের সাফল্য প্রত্যাশা করেন। নবীন শিক্ষার্থীরা সুশিক্ষিত আদর্শ নাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধিতে নিজেদের নিবেদিত করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, এবার রাবির ১২টি অনুষদের আওতায় ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে প্রায় চার হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ | সময়: ৬:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ