নারীদের পুরোহিত্ত্বে হলো শিব মহাযজ্ঞ অনুষ্ঠান

মহাদেবপুর প্রতিনিধি :
আন্তর্জাতিক নারী দিবসে সনাতন বিদ্যাপীঠ ও গীতা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে নারীদের পুরোহিত্ত্বে হলো শিব মহাযজ্ঞ অনুষ্ঠান। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বলিহার রাজবাড়ী মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা ও শিব মহাযজ্ঞ অনুষ্ঠানে মূল পুরোহিতের দায়িত্ব পালন করেন অমিত কুমার জয়। অনুষ্ঠানে ১০ম শ্রেণির শিক্ষার্থী বিনিতা রাণী, কলেজ পড়ুয়া ঐশী মন্ডলসহ ৮ জন কুমারী শিব মহাযজ্ঞে পুরোহিত হিসেবে যজ্ঞ করেন।

 

মহাযজ্ঞ অনুষ্ঠানে অংশ নেয়া সনাতন বিদ্যাপীঠের সদস্য ও ১০ম শ্রেণির শিক্ষার্থী বিনিতা রানী বলেন, এর আগে নারীরা হয়তো কোন যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করেননি। বাংলাদেশ বা পৃথিবীর ইতিহাসে আমরাই সর্বপ্রথম আজ একটা যজ্ঞে অংশগ্রহণ করতে পারছি। এতে আমরা অনেক আনন্দিত। কারণ আমাদের শাস্ত্রে দেয়া নারীদের বিভিন্ন পৌরহিত্ত্ব ইত্যাদি কাজে যোগদান করার কথা থাকলেও সামাজিক প্রথা অনুযায়ী নারীরা কোন পূজা-অর্চনায় অংশগ্রহণ করলেও সেখানে কোন যজ্ঞানুষ্ঠানের অংশগ্রহণ করতে পারিনা। সনাতন বিদ্যাপীঠ নারীদের দিয়ে যজ্ঞানুষ্ঠান করানোই নারী হিসেবে আমি গর্ববোধ করছি। আরেক শিক্ষার্থী ঐশী মন্ডল বলেন, আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ দিনটিতে নারীদের আরো একটি অধিকার প্রতিষ্ঠা হলো। এর সাক্ষী হতে হতে পেরে বা পুরোহিত হিসেবে এ যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি গর্ববোধ করছি।

এ যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোরীদের মায়েরা বলেন, যুগযুগ ধরে আমি, আমার মা বা দীদারা যে অধিকার থেকে বঞ্চিত হয়ে ছিলাম সে অধিকার আজ আমাদের মেয়েরা ফিরে পেয়েছে দেখে আমরা খুবই খুশি। শিব মহাযজ্ঞ অনুষ্ঠান শেষে মন্দিরে দুইটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। এ সময় উপ¯ি’ত ছিলেন ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, বলিহার রাজবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক খোকন প্রামাণিক, স্থানীয় ইউপি সদস্যসহ সনাতন ধর্মাবলম্বী কয়েকশ’ নারী-পুরুষ।


প্রকাশিত: মার্চ ৯, ২০২৪ | সময়: ১০:০২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর