মধ্যরাতে রাবিতে দোকানে চুরি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরের এক দোকান থেকে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন ‘বাসার ভ্যারাইটিজ স্টোরে’ এই চুরির ঘটনা ঘটে। রোববার (১৮ ফেব্রুয়ারী) সকালে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী দোকানী হলেন মো. মাকসুদ আলম।
ভুক্তভোগী দোকানী বলেন, রোববার সকালে এসে দোকানের সাটার ভাঙা দেখতে পাই। এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাই। এরপর দোকান খুলে দেখি নগদ ৭ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন, ১০ হাজার সমমূল্যের সিগারেট, ৩ হাজার টাকা সমসমূল্যের রিচার্জ কার্ড, আরো অনেক কসমেটিক নেই। যেগুলোর আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
ক্যাম্পাসের বিভিন্ন দোকানে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, কর্মচারী হিসেবে যাদের রাখা হচ্ছে তাদের সম্পর্কে দোকানীদের তথ্য রাখতে হবে। এর আগে পরিবহন মার্কেটের দোকানে চুরির ঘটনায় যাদের আটক করা হয়েছে তারা সেখানের দোকানেই কর্মচারি হিসেবে কাজ করত। পাশাপাশি ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরা রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। সেগুলোর মাধ্যমে নজর রাখা হচ্ছে। স্টুয়ার্ড শাখার প্রহরীদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ প্রশাসনকেও এব্যাপারে জানানো হয়েছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ | সময়: ৭:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর