সর্বশেষ সংবাদ :

এলাকার উন্নয়ন নিয়ে সংসদে বক্তব্য রাখলেন এমপি দারা

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: সংসদীয় এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রভৃতি উন্নয়নে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। এলাকার উন্নয়নে দীর্ঘ ৫ বছর পর সংসদে বক্তব্য রাখেন তিনি। এতে সাধুবাদ জানিয়েছেন সংসদীয় এলাকার নানা শ্রেণি পেশার মানুষ।
গত ৮ ফেব্রুয়ারি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনের প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর, জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১), বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।
বক্তব্যে সাংসদ দারা বলেন, পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৫ আসন। এই আসনে ১৩টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা রয়েছে। কারিগরি শিক্ষার মান বাড়ানোর ক্ষেত্রে দুই উপজেলায় দুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি জানান তিনি।
এছাড়াও রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ, পুঠিয়া রাজবাড়ি সংস্কারের দাবিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ আব্দুল ওয়াদুদ দারা।
এদিকে, দীর্ঘ পাঁচবছর পর এলাকার উন্নয়নে জাতীয় সংসদে বক্তব্য রাখায় নানা শ্রেণি-পেশার মানুষ সাংসদ আব্দুল ওয়াদুদ দারাকে সাধুবাদ জানিয়েছেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ | সময়: ৭:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ