গোমস্তাপুরে বিএনপি’র কালো পতাকা মিছিলে পুলিশের বাঁধার অভিযোগ

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশী বাধার মধ্যদিয়ে কালো পতাকা মিছিল পালনের কর্মসূচি পালন করতে না পেরে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। মঙ্গলবার বিকেলে (৩০ জানুয়ারি) উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি’র আয়োজনে উপজেলা চত্বর থেকে কালো পতাকা নিয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে উপজেলা চত্বরে অবস্থিত দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকি।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মতিউর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান সোহরাব , রহনপুর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি’র সদস্য সচিব ইসমাইল হোসেন প্রমূখ। মিছিলে বাধা প্রসঙ্গে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, বিএনপির স্থানীয় নেতাদের সাথে কথা বলে মিছিল না করার জন্য বলা হয় । তবে তারা দলীয় কার্যালয়ে সভা করেছে।

সানশাইন / শামি


প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪ | সময়: ৮:২৪ অপরাহ্ণ | Daily Sunshine