মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
প্রতীক বরাদ্দের দুই দিন পর আদালতের নির্দেশনামা হাতে পেয়ে রাজশাহী সদর আসনে (২) কাঁচি প্রতীকে লড়বেন স্বতন্ত্র প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। আজ আদালতের নির্দেশনামা রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী জেলা রির্টার্নিং অফিসার শামীম আহমেদ এঁর কাছে পৌছালে বুধবার সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমানের হাতে কাঁচি প্রতীক তুলে দেন। এর আগে বুধবার সকালে দলীয় নেতাকর্মিদের নিয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান এঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি। এর সেখানে মোনাজাতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাক হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ।
পরবর্তীতে কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে হযরত শাহমুখদুম (র:) এর মাজার জিয়ারত করে বেলা সাড়ে বারো টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আদালতের নির্দেশনামা নিয়ে যান। তবে রাজশাহীতে প্রধান নির্বাচন কমিশনার আসায় জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগন ব্যস্ত থাকায় সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রতীক বুঝে পাননি।
পরে রাজশাহী জেলা প্রশাসক তার কার্যালয়ে পৌছে অধ্যক্ষ শফিকুর রহমানকে কাঁচি প্রতীককের কাগজপত্র তুলে দেন।