রাজশাহী সরকারি মহিলা কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার: ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সাথে নৃত্যের চমৎকার পরিবেশনার মধ্য দিয়ে রাজশাহী সরকারি মহিলা কলেজে তিন দিনব্যাপী আয়োজিত “বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা হয়।
অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন। মোট ১৫টি ক্যাটাগরিতে কলেজের শিক্ষার্থীরা এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্মানিত সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মোজাফফার হোসাইন। প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্নিগ্ধা শারমীন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আকতারুজ্জামান শেখ আলোচনায় অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক।’
তিনি আরও বলেন, ‘আলোকিত, অনন্য এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে দরকার সংস্কৃতিবান, প্রজ্ঞাবান মানুষ। এইসব প্রতিযোগিতা শিক্ষার্থীদের সেইসব সম্ভাবনাকে জাগ্রত করবে।’


প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪ | সময়: ৪:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ