চরবাগডাঙ্গা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ৫০জন বীরমুক্তিযোদ্ধা ও ৩০০জন শীতার্ত সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শীতার্ত সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জানান দুস্থ অসহায় ও শীতার্ত মানুষের পাশে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। তিনি আমাদের মাধ্যমে আপনাদের জন্য শীতবস্ত্র কম্বল উপহার দিয়েছেন।

 

 

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, সচিব মাজহারুল ইসলাম,সদর উপজেলা অফিসের নাজির মোতালেব হোসেনসহ চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বারগণ। উল্লেখ্য চরবাগডাঙ্গা থেকে ফেরার পথে রাস্তায় ভ্রাম্যমান দুস্থ পথচারীদের মধ্যেও কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪ | সময়: ৭:০৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর