বিশ্বকাপ নয়, আপাতত বিপিএলেই চোখ রনি তালুকদারের

স্পোর্টস ডেস্ক: দৃষ্টির আড়ালেই একটা সময় চলে গিয়েছিলেন রনি তালুকদার। কিন্তু গতবারের বিপিএল তাকে আবারও নিয়ে আসে নজরে। ওই টুর্নামেন্টে ১৩ ইনিংসে ৪২৫ রান করেন তিনি, সেটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। এরপর আবারও তার জন্য খুলে যায় জাতীয় দলের দরজা।
কিছুদিন পরই পর্দা উঠবে বিপিএলের। আগেরবারের মতো এবারও রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দুদিন ধরে অনুশীলন করছে দলটি। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন রনি তালুকদার। এরপর জানিয়েছেন নিজের পরিকল্পনা।
তিনি বলেন, ‘প্রতিবারই আমার একটা পরিকল্পনা থাকে। এবারও একই রকম পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি চাই যেন ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারি, এটাই আমার মূল লক্ষ্য। আমার পরিকল্পনা আছে সর্বোচ্চ রান করার। তার চেয়েও বেশি আমি ম্যাচ উইনিং পারফরম্যান্স করতে চাই। ’
জাতীয় দলে ফেরার পর থেকে এখন টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ তিনি। এ বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। এর আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের। তবে রনির সব মনোযোগ এখন বিপিএল ঘিরেই। তিনি বলেন, ‘দেখেন, এখনও বিশ্বকাপের অনেকদিন বাকি। তার আগে অনেক সিরিজ আছে। সেগুলো বাদ দিয়েও আমি এখন সম্পূর্ণ ফোকাসটাই বিপিএল নিয়ে করছি। ’
রংপুরে এবার রনি তালকুদারের সতীর্থ হিসেবে খেলবেন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত রনি। জানিয়েছেন, সাকিব দলে থাকায় ভারসম্য বেড়েছে তাদের।
তিনি বলেন, ‘সাকিব আল হাসান নম্বর ওয়ান খেলোয়াড়, এটা আপনারাও জানেন। উনি থাকায় আমাদের দলের ভারসম্য তৈরি হয়েছে। একটা ব্যালেন্স টিম তৈরি করেছে রংপুর রাইডার্স। ওভাবে এখনও পরিকল্পনা হয়নি (বিপিএল নিয়ে) কারণ উনিও তো ব্যস্ত ছিল নির্বাচন নিয়ে। দেখা যাক সামনে আসবে, তখন আবার কথা হবে বিপিএল নিয়ে। ’
‘দেখেন, চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। এখানে নবী ভাই আছে, হজরতউল্লাহ জাজাই আছে। তো এরা অবশ্যই ভালো প্লেয়ার। বললাম না রংপুর রাইডার্স একটা ভারসম্যপূর্ণ দল গড়েছে, আমাদের এখন মাঠের পারফরম্যান্স করতে হবে। আমরা চাইবো মাঠে ভালো কিছু করার।


প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪ | সময়: ৭:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর