তানোরে গোলাম রাব্বানীর জনসভাস্থল থেকে ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার,তানোর: রাজশাহীর তানোরে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর জনসভার পার্শ্বে থেকে শক্তিশালি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে নিষ্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে র‌্যাবের মেজর হাসান মাহমুদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞদল ককটেলটি নিষ্কৃয় করেন।
গতকাল বিকেলে গোল্লাপাড়া বাজার মাঠে স্বতন্ত্র প্রাথী গোলাম রাব্বানীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বিকালে তানোর থানার ওসি পরীত্যাক্ত অবস্থায় ককটেল টি দেখতে পেয়ে নিরব থাকেন। কারণ বিষয়টি জানা জানি হলে জনগনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে। থানা ওসি বলেন জনসভা শেষে বিষয় জানা জানি হয়।
ককটেল নিষ্কৃৃয় করার সময় উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত
রাজশাহী ডিএসবি এডিশনাল এসপি রফিকুল ইসলাম, গোদাগাড়ী সিনিয়র সার্কেল সোহেল রানা, রাজশাহী ডিএসবি (ওসি) খাইরুল ইসলাম, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গোল্লা পাড়া বাজার ফুটবল মাঠে স্বতন্ত্র কাঁচি প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানীর জনসভা চলছিলো। এসময় বিকেল ৫টার দিকে ককটেলটি জনসভার পশ্চিম দক্ষিণ কোনের রাস্তার দক্ষিন পার্শ্বে পড়ে থাকতে দেখে উপস্থিত
পত্যক্ষদর্শিরা পুলিশকে অবহিত করেন।
পুলিশ সঙ্গে সঙ্গে জায়গাটি ঘেরে রাখেন এবং জনসভা শেষ হওয়ার পর পুলিশ বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।


প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪ | সময়: ৬:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর