বাঘায় বই উৎসবে মেতেছে ৪২ হাজার শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার,বাঘা :
নতুন বছর, নতুন সকাল, নতুন বই- এমন সব নতুনের আহ্বানে রৌদ্রজ্জ্বল শীতের সকালের আড়মোড়া ভেঙে বই উৎসবে মেতে উঠেছে রাজশাহীর বাঘা উপজেলার সকল স্কুলের শিক্ষার্থীরা। সোমবার (১ জানুয়ারি) রাজশাহীর বাঘায় সকাল ১১ টায় রহমতুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা নতুন বই পেয়ে তারা আনন্দ-উচ্ছাসে মেতে উঠে। যেন নতুন প্রাণ পেয়েছে স্কুলের মাঠ। বিপুল উচ্ছাস-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় বই বিতরণ। অত্র প্রতিষ্ঠান-সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমনি ভাবে চলে বই উৎসব।

 

 

 

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘায় নতুন বছরের প্রথম দিন বই উৎসবে মেতেছে ৪২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কিন্টার গার্ডেন-সহ ১০২ টি এবং মাধ্যমিক স্থরে ৬৭ টি। এসব শিক্ষার্থীদের মধ্যে মোট ৪ লক্ষ ২৮ হাজার বই বিতরণ করা হয় । সোমবার (১-জানুয়ারী) দিন ব্যাপী বাঘা পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান এবং ইউনিয়ন পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান ও প্রাথমিক শিক্ষা অফিসার মীর মোহা: মামুনুর রহমান আনুষ্ঠানিক ভাবে এসব বই বিতরণ করেন।

 

 

 

 

এ সকল বই বিতরণ অনুষ্ঠানে সম্মানীত অতিথিরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে শিক্ষার মান উন্নয়নে দেশ ব্যাপী বই বিতরণের উদ্যোগ নেন। তখন থেকে পহেলা জানুয়ারি সারাদেশে একযোগে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়।এটা অন্যান্ত ইতিবাচক বলে মন্তব্য করেন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ-সহ সুশিল সমাজের লোকজন।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪ | সময়: ৬:২২ অপরাহ্ণ | Daily Sunshine