সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার বরিঠা গ্রামে নৌকার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নৌকার প্রার্থীর ছোট ভাই রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক। রবিবার বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকের আয়োজন করেন ছাত্রলীগ নেতা ও কেশরহাট বাজার বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক কাজি হাবিবুর রহমান মিঠু। ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী (জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক) আসাদুজ্জামান আসাদকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নির্বাচনকে উৎসবমুখর করতে ভোট কেন্দ্রে সকল ভোটারদের যেতে হবে। যে যার মতো পছন্দের প্রার্থীকেও ভোট দিতে পারবেন বলেন বক্তারা।
উক্ত বৈঠকে বক্তব্য রাখেন, মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম, কেশরহাট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহিদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব রনি, বর্তমান সভাপতি আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতাকর্মীরা।