নগরে বিনা অনুমতিতে পোস্টার ব্যানার-ফেস্টুন লাগানোয় জরিমানা

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় বিভিন্ন স্থানে বিনা অনুমতিতে পোস্টার, স্টিকার পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শনকারী প্রতিষ্ঠানসমূহকে জরিমানা করা হয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের প্রেরিত তথ্যমতে, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন স্থানে বিনা অনুমতিতে পোস্টার, স্টিকার পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শনকারী ইউনিএইড ও নিউরো নাসিং ভর্তি কোচিং, ইউসিসি, রাজতিলক সিনেমা হল, তৌহিদুর এমবিএ প্রাইভেট হোম, ডিএমসি স্কলার, আড়ং ডেইরি, সুমিত বাংলা পাঠশালা, বাংলা মঞ্জুষা, প্রজেক্ট হেডওয়ে, রিয়ম তালিমুল কুরআন একাডেমী, জয় আইসিটি কেয়ার, এমবিশন বিসিএস কোচিং, পড়ানোর জন্য রেডি রুম ভাড়া, লিটন ম্যাথ কেয়ার, ইয়ামাহা ফ্লাগশিপ স্টোর, রাজশাহী, বাংলাদেশ ল্যাবরেটরী স্কুল, বর্ণমালা আদর্শ স্কুল এন্ড কলেজ, ইকরাহ গ্রামার স্কুল, জেনুইন, মাইনজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, লুমিনাস, দ্যা রয়েল‘কে জরিমানা করা হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩ | সময়: ৫:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ