নাটোর-৪ বড়াইগ্রাম-গুরুদাসপুর আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জেপি প্রার্থীসহ দুইজন

বড়াইগ্রাম প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়ইগ্রাম-গুরুদাসপুর) আসনে মনোনয়ন বাতিল হওয়ায় আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী সেলিম রেজা ও স্বতন্ত্র প্রার্থী সুজন আহম্মেদ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল নিষ্পত্তিতে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
জানা যায়, গত ৪ ডিসেম্বর নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া নাটোর-৪ আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে সেলিম রেজার সনদপত্রের ফটোকপি সত্যায়িত না থাকাসহ অন্যান্য কাগজপত্র যথাযথ ভাবে না দেয়ায় এবং স্বতন্ত্র প্রার্থী সুজন আহম্মেদের মনোনয়ন পত্রের সঙ্গে দেয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরে আসন বহির্ভূত ভোটারের স্বাক্ষর দেয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরবর্তীতে নির্ধারিত সময়ে তারা দুইজন নির্বাচন কমিশনে আপিল করেন।


প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩ | সময়: ৫:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ