রাজশাহীতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জনমানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ-দ্বাদশ শ্রেণির দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সংস্থার নিজ কার্যালয়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রভাষক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির উপদেষ্টা ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক ।

 

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,  তোমরা আগামীর বাংলাদেশ। ভবিষ্যতে তোমরাই এদেশের উন্নয়নে কাজ করবে। আমি আশাবাদী তোমরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে।

 

সংস্থাটির সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম বলেন, এই সংগঠন থেকে বই দেওয়ার উদ্দেশ্য হলো পাঠ্যপুস্তকের অভাবে যাতে কোনো অসহায় মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ না হয়। অন্যদের মতো তাদের মেধারও যেনো যথাযথ মূল্যায়ন হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক জিয়াউর রহমান, রবিউদ্দীন আহমেদ শাহীন, সাখাওয়াত হোসেন, আবুল বাশার প্রমুখ।


প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩ | সময়: ৫:৪৯ অপরাহ্ণ | Daily Sunshine