রাজশাহীতে ৯০০ গ্রাম গান পাউডারসহ ৬ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গান পাউডারসহ হেলাল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে রাজশাহীর চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হেলাল একজন সন্ত্রাসী বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানিয়েছে, হেলালের কাছ থেকে ৯০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে বোমা তৈরিতে ব্যবহার হওয়া ছোট ছোট কালো পাথর ৪৮০ গ্রাম, কাচের ভাঙা টুকরো ৩০০ গ্রাম ও ২৮৫ গ্রাম ছোট ছোট কাটা জব্দ করা হয়েছে। বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে বোমা তৈরির জন্য এসব সরঞ্জাম কাছে রেখেছিলো সে।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল হেলালের বাড়িতে এই অভিযান চালায়। হেলাল চারঘাটের অন্যতম বড় মাদক ব্যবসায়ী এবং শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে আগে থেকেই ছয়টি মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। আসামি হেলালকেও চারঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩ | সময়: ৫:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ