তানোরে র‌্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজা সহ আটক দুই

স্টাফ রিপোর্টার : 
রাজশাহী জেলার তানোর থানাধীন চন্দনকোঠা নামক এলাকায় অপারেশন পরিচালনা করে গাঁজা-৫৬ কেজি সহ আনিসুর রহমান মিলন (৩০), পিতা-মৃত সিরাজুল ইসলাম, মাতা-মোছাঃ আনিচা বেগম, সাং-শংকরপুর, ও মোঃ আজাদুল ইসলাম (২৩), পিতা-মোঃ মজিবুর রহমান, মাতা-সাজেদা বেগম, সাং-চন্দনকোঠা, উভয় থানা-তানোর, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

 

 

 

 

 

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,২৯ অক্টোবর রাত ৪টা অভিযান চালিয়ে এতো পরিমান মাদকদ্রব্য আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের এশটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার তানোর থানাধীন ১নং কলমা ইউনিয়নস্থ ৮নং ওয়ার্ডের চন্দ্রকোঠা গ্রামের মোঃ আজাদুল ইসলাম (২৩), পিতা-মোঃ মজিবুর রহমান (৫৫) এর বসত বাড়ীতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ বিক্রির উদ্দেশ্যে অবস্থা করছে। বিষয়টি জানামাত্রই ঘটনাস্থল জনৈক মোঃ মজিবুর রহমান (৫৫) এর বসতবাড়ীতে পৌঁছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ (তিন) জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম ২ জন ব্যক্তিকে আটক করে এবং অপর ০১ জন অজ্ঞাত ব্যক্তি বাড়ীর পশ্চিম দিকে রাতের আঁধারে কৌশলে পালিয়ে যায়।

 

পরবর্তীতে জনৈক মোঃ মজিবুর রহমান (৫৫) এর বসতবাড়ী তল্লাশী করে ধৃত আসামীর নিজ শয়ন কক্ষের ভিতর থাকা খাটের নীচে মেঝের উপর হতে ৩ টি প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা উক্ত গাঁজা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সু-দুর কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করতঃ বাস ও ট্রেন যোগে অভিনব কায়দায় এনে বিক্রির উদেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সানশাইন / শামি


প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩ | সময়: ৯:৪৩ অপরাহ্ণ | Daily Sunshine