সর্বশেষ সংবাদ :

মুম্বাই থেকে সরাসরি মিরপুরে সাকিব

স্পোর্টস ডেস্ক: মুম্বাই থেকে বাংলাদেশ দল কলকাতা গেলেও সাকিব আল হাসান এলেন সরাসরি হোম অব ক্রিকেটে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু কেন?
বিশ্বকাপ রান না পাওয়া বাংলাদেশ অধিনায়ক কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে নিজেকে ঝালিয়ে নিতে মিরপুরে ছুটে এলেন। বুধবার ইনডোরে ফাহিমের সঙ্গে কাজ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স গ্রাফ একদম তলানিতে। ৫ ম্যাচে মাত্র ১ জয়। অধিনায়ক সাকিবের ব্যাটও কথা বলছে না। চার ম্যাচে তার ব্যাট থেকে আসে মাত্র ৫৬ রান। সর্বোচ্চ ৪০ রান।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের বিপদের মুহূর্তে সাকিব আউট হন বাজে শট খেলে মাত্র ১ রানে। লিজাড উইলিয়ামসের আউট সাইড অফের বলে অহেতুক খোঁচা দিয়ে যেন নিজের উপর নিজেই বিরক্ত হন সাকিব। হতাশায় ব্যাট দিয়ে আঘাত করতে যান স্ট্যাম্পে। এ থেকেই স্পষ্ট নিজের আউট নিয়ে বিরক্ত সাকিব। ছন্দ খুঁজে পেতে ফিরে এলেন গুরুর কাছে। জানা গেছে ২৭ তারিখ ফের দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। ২৮ তারিখ বাংলাদেশ লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে।


প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩ | সময়: ৬:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর