মুশফিক চান, ভক্তরা তাকে মনে রাখুক

স্পোর্টস ডেস্ক: প্রতিটি দলেই এমন একজন ব্যাটার থাকেন, যার ওপর চোখ বুজে ভরসা করা যায়। দলের বিপদের মুহূর্তে তিনিই অন্ধকার থেকে দলকে আলোর পথে আনেন। ভারতে যেমন বিরাট কোহলি, পাকিস্তানের বাবর আজম, ইংল্যান্ডের জো রুট; তেমনি বাংলাদেশের আছেন মুশফিকুর রহিম। দীর্ঘদিন ধরে জাতীয় দলের ব্যাটিং লাইনে ভরসা হয়ে আছেন মুশফিকুর রহিম। চলতি বিশ্বকাপেও দলের কঠিন মুহূর্তে বুক চিতিয়ে লড়াই করছেন। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশফিক জানিয়েছেন, দেশের হয়ে চাপের মুহূর্তে দায়িত্ব সামলাতে পছন্দ করেন তিনি।
বিশ্বকাপে চার ম্যাচে ১৫৭ রান করে দলের সেরা ব্যাটার মুশফিক। ভালো ব্যাটিং করলেও দল না জেতায় হতাশ তিনি। যদিও সামনের ম্যাচগুলোতে ভালো কিছুর আশা করছেন, ‘দুইটা হাফ সেঞ্চুরি পেয়েছি। যদি শেষ পর্যন্ত খেলতে পারি এবং আরেকটু বেশি রান করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দল আবার জয়ের ধারায় ফিরতে পারবে। আমি খুবই আশাবাদী।’
মিস্টার ডিপেনডেবল খ্যাত মুশফিক চাপকে উপভোগ করে দলে আরও বেশি অবদান রাখতে চান, ‘কোনও চ্যালেঞ্জ আসলে আমি বলতে পারি এই চ্যালেঞ্জ মোকাবিলা করবো। আমি সত্যিই এই দায়িত্ব ও ভার নিতে পছন্দ করি যে, তারা যেন ভাবে এখন মুশফিক ক্রিজে আছে, সে বড় অবদান রাখবে।’
২০০৫-এর মে’তে লর্ডসে টেস্ট অভিষেক মুশফিকের। পরে সীমিত ওভারের ক্রিকেটের সঙ্গেও পরিচয় হয়ে যায় তার। লম্বা সময় ধরে জাতীয় দলকে সার্ভিস দেওয়া মুশফিক চান ক্যারিয়ার শেষেও যেন মানুষ তাকে মনে রাখে, ‘জানি না এখন পর্যন্ত আমি কতটুকু অর্জন করতে পেরেছি। যতটুকুই আমি দেশের জন্য কিংবা আমার জন্য অর্জন করতে পেরেছি, আমি চাই সেটুকু ভক্তরা মনে রাখুক।’


প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ