৩১ গবেষককে পিএইচডি ও এমফিল ডিগ্রি প্রদান করলো রাবি

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় ২২ জন গবেষককে পিএইচডি ও ৯ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করেছে। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদের ২৬১ তম সভার সুপারিশসূত্রে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫২৫তম সভার ২ নম্বর সিদ্ধান্তে এই সকল ডিগ্রি প্রদান অনুমোদিত হয়। উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সিন্ডিকেটের এই সভায় সভাপতিত্ব করেন।
পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষকরা হলেন মো. মোস্তাফিজুর রহমান (উদ্ভিদবিজ্ঞান), তামান্না নাসরিন (প্রাণিবিদ্যা), মো. ফারুকুর রহমান ফয়সল (গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ), জেসমিন আরা (ফিশারীজ বিভাগ), এস. এম. ফরিদুল ইসলাম ও মো. নজরুল ইসলাম (হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ), হাবিবুর রহমান, ফারজানা নাসরিন, মাইন উদ্দীন আহম্মেদ, সঞ্জয় বল, মো. আ. কুদ্দুস, জিয়াউর রহমান (ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ), মো. আশরাফুল আলম ও সাজ্জাদ হোসেন (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), শমরিতা আলম (অর্থনীতি বিভাগ), নূর-এ-আলম সিদ্দিকী (এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনসন), আব্দুল মালেক (গণিত বিভাগ), নিশাত ফাতেমা (পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট), মৌসুমী আখতার (ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ), কাজী শুসমিন আফসানা (নাট্যকলা বিভাগ), মোহা. আহমাদুল্লাহ (ইসলামিক স্টাডিজ বিভাগ), সাদ্দাম হুসাইন (বাংলা বিভাগ)।
এমফিল ডিগ্রিপ্রাপ্ত গবেষকগণ হলেন মো. ফজলুল কবীর ভূইয়া (ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস), ফারজানা খানম ক্যামেলিয়া (রসায়ন বিভাগ), ফারহানা আলম, মো. জহুরুল ইসলাম সরকার, গাজী মাহমুদ হাসান (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), মো. মামুনূর রশীদ সরকার (উদ্ভিদবিজ্ঞান বিভাগ), সোহেল রানা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), মো. আল আমিন মোল্লা (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ), মো. মনিরুল ইসলাম (পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট)।
উপাচার্য এসব ডিগ্রিপ্রাপ্ত গবেষকদের অভিনন্দন জানিয়ে তারা তাদের মেধা ও অভিজ্ঞতা দিয়ে দেশ ও জাতিকে সমৃদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩ | সময়: ৫:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ