রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা,কুষ্টিয়ার দৌলতপুর এবং নাটোর জেলার লালপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের খাস জমিতে মশুর বোনার ঘটনা ও জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাঘা সীমান্ত এলাকার শাবুল এবং খেদু গুলিবিদ্ধ হয়েছে। অপর দিকে দৌলতপুর এলাকার আরিফুল ও লিখন গুরুত্বর আহত হয়েছে। শনিবার দুপুর ও বিকেলে হবিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
বাঘা থানা সূত্রে জানা গেছে, তিন জেলার সীমান্তবর্তী তিনটি উপজেলার শেষ সীমানা পদ্মার চরাঞ্চলের হবির চর। সেখানে পদ্মার পানি কমে চর জাগার পর জমি দখল এবং ফসল বোনা নিয়ে শনিবার দুপুরে সাবুল এবং টুয়েল পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে।এ ঘটনায় বাঘার খানপুর গ্রামের শাবুল(২৮) এবং খেদু(৪৮)গুলিবিদ্ধ হয়। ঘটনার পর এলাকার লোকজন দ্রুত তাদেরকে রামেক হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে উক্ত খবর শুনে বিকেলে আহতদের পক্ষে বেলাল,রাজিব জমির ও এজাজুল-সহ আরো ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দৌলতপুরের মাজদিয়ার এলাকার আরিফুল (১৮) এবং লিখন(৩৫)কে ধরে বাঘা সীমানা এলাকায় এনে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করে। এ খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং তাদের উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কেন্দ্রে এনে চিকিৎসা দেন। তবে তাদের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক আহতদের রামেক হাসপাতালে রেফার্ট করেন।
বাঘার পদ্মার চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবলু দেওয়ান ঘটনার বর্ননা দিয়ে বলেন, এটি নতুন কিছু নয়, চরাঞ্চলের খাস জমি নিয়ে মাঝে মধ্যেই সংঘাত সৃষ্টি হয়। তবে গুলিবিদ্ধের ঘটনাটি জনমনে আতঙ্ক ছড়িয়েছে।
বাঘা থানা উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, শনিবার বিকেলে খবর পেয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাজদিয়ার গ্রামের দু’জনকে বাঘা সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে গুলিবিদ্ধ দু’জনকে স্থানীয় লোকজন রামেক হাসপাতালে পাঠান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি।
সানশাইন / শামি