রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় পিতার অপর অভিমান করে স্কুল ছাত্র উৎসব কুমার (১১) আত্নহত্যা করেছে। শনিবার (২১ অক্টোবর) সকালে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে। উৎসব কুমার বাঘা পৌর সভার নারায়ণপুর গ্রামের উত্তম কুমারের ছেলে ও স্থানীয় নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
খোঁজ নিয়ে জানা যায়, উৎসব কুমার পূজা উপলক্ষে ডিজাইন করে চুল কাটে। এতে পিতা তাকে বকাঝকা করে। এ ঘটনায় সে পিতার উপর অভিমান করে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আন্তহত্যা করে।
এ বিষয়ে তার পিতা উত্তম কুমার বলেন, শুক্রবার এক সাথে রাতের খাবার খায়। এ সময় ছেলের ডিজাইন করা চুল কাটা দেখে আমি তাকে বকা-বকি করি। এই অভিমান সে এমন ঘটনা ঘটাবে এটা ভাবতেও পারিনি।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হযেছে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সানশাইন / শামি