বড়াইগ্রামে তেল ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

বড়াইগ্রাম প্রতিনিধি: অন্যতম বৃহত্তম ব্যবসা কেন্দ্র নাটোরের বড়াইগ্রাম পৌর শহরের মৌখাড়া হাটে একটি তেল ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান জানান, মৌখাড়া বাজারের সুজন মিয়ার জ্বালানী তেল, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা বিক্রির দোকান সুজন এন্টারপ্রাইজের ভেতর গ্যাসের চুলা মেরামতের কাজ চলছিল। এ সময় চুলায় আগুন দিলে সেখান থেকে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দোকানে থাকা সবাই দৌড়ে বাইরে বেরিয়ে যায়। আগুন দোকান সংলগ্ন গোডাউনেও ছড়িয়ে পড়ে। মুহুর্তেই আগুনের ভয়াবহতা বেড়ে যায়।
শুক্রবার সাপ্তাহিক হাটবার হওয়ায় হাটে আগত হাজার হাজার লোকজনের মধ্যে এ সময় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে নাটোর, বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থদের বরাত দিয়ে বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন জানান, অগ্নিকান্ডে কমপক্ষে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে একই দোকানে অনুরুপ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় আশপাশের বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্থ হয়।


প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩ | সময়: ৭:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর