আমি ভাগ্যবান যে কোহলিকে পাঁচবার আউট করেছি: সাকিব

স্পোর্টস ডেস্ক: ভারতের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ বিরাট কোহলি। সময়ের অন্যতম সেরা ব্যাটার তিনি। কিন্তু সাকিব আল হাসানের সামনে দাঁড়ালে কি তার বুক কাঁপে? প্রশ্নটা করাই যায়। কারণ কোহলি ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার বাংলাদেশি স্পিনারের কাছে আউট হয়েছেন। ভারতের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক সেটাই মনে করিয়ে দিলেন।
স্টার স্পোর্টসের সঙ্গে আলাপে সাকিব শুরুতে কোহলিকে প্রশংসায় ভাসান, ‘সে বিশেষ ব্যাটার, সম্ভবত আধুনিক যুগের সেরা ব্যাটার। আমার মনে হয়, আমি ভাগ্যবান যে তাকে পাঁচবার আউট করেছি। অবশ্যই এটা আমাকে দারুণ আনন্দ দেবে, তার উইকেট নিতে পারলে।’
সবচেয়ে বেশি ছয়বার কোহলিকে আউট করেছেন টিম সাউদি ও রবি রামপল। জেসন হোল্ডার ও থিসারা পেরেরার সঙ্গে যৌথভাবে এই তালিকায় দ্বিতীয় স্থানে সাকিব। ভারতীয় ডানহাতি ব্যাটারের সঙ্গে তার দেখা হয়েছে ১৪ ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব পাঁচবার কোহলিকে নিজের শিকার বানিয়েছেন।
সাকিবের প্রশংসা করতে কার্পণ্য করেননি কোহলিও, ‘গত কয়েক বছরে আমি তার বিপক্ষে অনেকবার খেলেছি। সে চমৎকার নিয়ন্ত্রণ করতে পারে। খুব অভিজ্ঞ বোলার। নতুন বল হাতে দারুণ বল করে। সে জানে ব্যাটারদের কীভাবে বোকা বানাতে হয়। অনেক মিতব্যয়ী। এই ধরনের বোলারদের বিপক্ষে খেলতে হলে সেরাটা দিতে হবে। যদি না দিতে পারেন, তাহলে এই বোলাররা আপনার ওপর চাপ তৈরি করবে এবং আউট করার সুযোগ বাড়াবে।’


প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩ | সময়: ৬:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর