নাটোরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় যৌতুকের জন্য স্ত্রী রোকেয়া বেগমকে (৪৫) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ওসমান গণিকে (৫২) কে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
একইসাথে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা জজ) আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
আদালতের স্পেশাল পিপি আনিছুর রহমান জানান, নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত ইসমাইল মৃধার ছেলে ওসমান আলীর সাথে কয়েক বছর আগে সিংড়া উপজেলার উত্তর সাতুরিয়া গ্রামের মৃত আদর আলী মন্ডলের মেয়ে রোকেয়া বেগমের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ৫ হাজার টাকা নেয় ওসমান আলী।
কিন্তু বিয়ের পর থেকে আরো ৫০ হাজার টাকা যৌতুকের জন্য ওসমান আলী তার স্ত্রীকে নির্যাতন শুরু করে। ২০১৩ সালের ২১ আগষ্ট রাতের কোন এক সময়ে রোকেয়া বেগমকে নির্যাতনের একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ব্যাপারে নিহতের ভাই ইসমাইল হোসেন ওরফে ফেলু বাদি হয়ে পরদিন নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে চার্জশীট দাখিলের পর মামলাটি বিচারের জন্য এই আদালতে প্রেরিত হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা জজ) আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম উল্লেখিত রায় ঘোষণা করেন।
পিপি আনিছুর রহমান আরও জানান, জরিমানার ৩০ হাজার টাকা মামলার বাদী নিহতের ভাইকে প্রদানের আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।


প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩ | সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ