গোদাগাড়ীতে পানিবন্দী মানুষের পাশে ইউএনও আতিকুল ইসলাম

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে টানা ভারী বৃষ্টিপাতে প্লাবিত উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।এতে বিপাকে পড়েছেন শিশুসহ বয়স্করা।  মঙ্গলবার (১০ অক্টোবর)দুপুর ২টায় প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার শ্রীমন্তপুরে ৫০টি পানিবন্দীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ তুলে দেন শুকনা খাবার পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতিকুল ইসলাম। প্রয়োজনীয় মুহূর্তে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন পানিবন্দী মানুষ। এসময় উপস্থিত ছিলেন,গোদাগাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শহিদুর ইসলাম।

 

 

 

গোদাগাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শহিদুর ইসলাম বলেন, পানিন্দী মানুষে পাশে থেকে কাজ করে যেতে চাই। এর পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। এ জন্য ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতিকুল ইসলাম বলেন, পানিবন্দী থাকার খবর পাওয়া মাত্রই ঐ এলাকায় সেখানে ছুটে গেছি । এবং ৫০টি পরিবারের মাঝে ১০কেজি চাল দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন দুর্ঘটনা রোধে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলায় এ পর্যন্ত ৮০টি পানিবন্দী পরিবারকে চাল দেয়া হয়েছে।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩ | সময়: ৮:১৫ অপরাহ্ণ | Daily Sunshine