ক্রীড়ার মাধ্যমে একটি দেশকে বিশ্বর কাছে পরিচিতি করানো যায় : রেনী

স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি শারিরীক শিক্ষা কলেজের বিপিএড-২০২২ কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সরকারি শারিরীক শিক্ষা কলেজে অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়ার মাধ্যমে একটি দেশকে বিশে^র কাছে পরিচিতি লাভ করা যায়।
শারীরিক শিক্ষার শিক্ষকরা শিক্ষাকেন্দ্র, প্রতিষ্ঠান বা বিশ^বিদ্যালয়ে কাজ করেন। শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া বিষয়ে প্রশিক্ষণ এবং তাদের শারীরিক কর্মক্ষমতা উন্নত করতে অনুপ্রাণিত করেন। ক্রীড়ার বিকাশে সারাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্রীড়া শিক্ষায় এ প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। শিক্ষা প্রতিষ্ঠানে খেলোয়াড় তৈরীতে প্রতিটি ক্রীড়া শিক্ষককে এই প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। ক্রীড়া শিক্ষকগণ এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তারা তাঁদের কর্মময় জীবনে খেলোয়াড় তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ক্রীড়া শিক্ষার এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ নিজ নিজ প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের দক্ষ খেলোয়াড় তৈরীতে অবদান রাখবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি শাহীন আক্তার রেণী শিক্ষার্থীদের বিপিএড-২০২২ কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান করেন।
কলেজের উপাধ্যক্ষ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, শরীরিক শিক্ষা কলেজের প্রভাষক রুহুল আমিন। অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩ | সময়: ৫:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ