বেতার শিল্পীদের ১০% উৎসে কর প্রত্যাহার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ বেতারের সকল শিল্পীদের ১০ পারসেন্ট উৎসে কর প্রত্যাহার এবং সকল শিল্পীদের সম্মানি যথাযথ বৃদ্ধির দাবিতে গতকাল শনিবার সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী বেতারের সকল শিল্পীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, দেশের উল্লেখযোগ্য পরিমাণ বেতার শিল্পীদের উন্নয়নের বাইরে রেখে স্মাট বাংলাদেশ ভাবনা অসম্ভব। তাই বেতারের সকল শিল্পীদের ১০ পারসেন্ট উৎসে কর প্রত্যাহার এবং সকল শিল্পীদের সম্মানি যথাযথ বৃদ্ধি করতে হবে।

 

 

 

 

 

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বেনানাশিস রাজশাহী সভাপতি ওয়াজেদ আলী খান, সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, উপস্থাপক কলিম উদ্দিন, অ্যাড. নাসরিন আক্তার মিতা, সংবাদ শিল্পী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম আক্তারুজ্জামান অনিক, সংগীত শিল্পী সংস্থার সভাপতি মনোয়ারুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক তেহজীব মুর্শেদ ঋষভ প্রমুখ।

 

 

 

সানশাইন/সোহরাব

 

 

 


প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩ | সময়: ৯:১৩ অপরাহ্ণ | Daily Sunshine