সর্বশেষ সংবাদ :

তাড়াশে প্রধান শিক্ষকের তিন বছরের কারাদন্ড

তাড়াশ প্রতিনিধি: ফৌজদারী মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় রফিকুল ইসলাম নামক এক প্রধান শিক্ষকে তিন বছরের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন সিরাজগঞ্জ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বিষযটি আদালতের একটি নির্ভর যোগ্য সূত্র নিশ্চিত করেছেন।
দন্ডিত রফিকুল ইসলাম তাড়াশ উপজেলার প্রতিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। গত ২৯ আগস্ট দুপুরে সিরাজগঞ্জ আদালত চত্বর থেকে সিরাজগঞ্জ কোর্ট পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে মিলন হোসেনকে রফিকুল ইসলাম ও আব্দুস সালাম সহ কযেক জন মিলে কুপিয়ে মারাত্মক জখম করে। মিলনের পিতা শাহাদত হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় রফিকুল ইসলাম ওরফে রফিক মাস্টার ও সালাম সহ ১৫ জনের নামে ২০১৮ সালে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ১ জনকে বাদ দিয়ে ১৪ জনের নামে আদালতে চার্জসিট দাখিল করে। মামলটি দীর্ঘ ৫ বছর পর, গত ১৭ জুলাই আদালত ১২ জনকে অব্যাহতি দিয়ে প্রধান আসামি রফিক মাস্টার ও সহযোগী সালামকে অভিযুক্ত করে এই রায় ঘোষণা করেন।


প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩ | সময়: ৫:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ