রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুরে ফরিদা বেগম(২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উক্ত গ্রামের নুর মোহাম্মদ এর কন্যা ও জাহাঙ্গীর আলমের স্ত্রী। শুক্রবার দিবাগত রাতে যে কোন সময় সে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
তার ৪ মাসের শিশুকন্যার কান্নার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে তাকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরে পুলিশে খবর দেয়া হলে তার লাশ সুরতহাল করার জন্য নেয়া হয়।গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, লাশের ময়না তদন্তের ব্যবস্হা ও ইউডি মামলার প্রস্তুতি চলছে।
সনাশাইন/সোহরাব