আদমদীঘিতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনে পুড়ে রিতা বাশফোঁর (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রিতা বাশফোঁড় আদমদীঘি সদর ইউনিয়নের চড়কতলা গ্রামের সোহেল বাশফোঁড়ের স্ত্রী। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বসতবাড়ির রান্নাঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে শরীরে আগুন লেগে দগ্ধ হয় গৃহবধূ রিতা বাঁশফোড়। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩ | সময়: ৫:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ