তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখন মৃত অধ্যায় : যুবজোট সম্পাদক

জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় যুবজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানেই নেই। যে কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার আর কোন কোন সুযোগ নেই। রবিবার দুপুরে জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে জাতীয় যুবজোটের জেলা কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জাতীয় যুবজোটের সভাপতি গোলজার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সহ-সম্পাদক মাহাবুব হাসান ও জেলা জাসদের সভাপতি আবুল খায়ের সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ রানা, সদর উপজেলা জাসদের সভাপতি এনামুল হক, জেলা জাসদের দপ্তর সম্পাদক মোজাহার আলী ও মহিলা সম্পাদিকা ফাহিমা খানম।
পরে কেন্দ্রীয় নেতা ও সদস্যদের সম্মতিক্রমে গোলজার হোসেনকে সভাপতি ও জাকির হোসেনেকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট জাতীয় যুবজোটের জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।


প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩ | সময়: ৪:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর