সর্বশেষ সংবাদ :

পরিবেশ বান্ধব কংক্রীট ব্লকের ব্যবহার ও কার্যকারিতা বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নির্মাণ ক্ষেত্রে পরিবেশ বান্ধব কংক্রীট ব্লকের ব্যবহার ও কার্যকারিতা বিষয়ক মতবিনিময় সভা সোমবার রাতে রাজশাহীর সাহেববাজার এলাকার একটি কমিউনিসিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এস.এফ.টি হলো ও আল-ফালাহ কংক্রীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড জয়েন ভেনচার এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন এস.এফ.টি হলো কোম্পানীর স্বত্বাধিকারী সাজ্জাদ শেখ। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল.জি.ই.ডি রাজশাহীর অতিরিক্ত প্রকৌশলী জুলফিকার আলী, তত্বাবধায়ক প্রকৌশলী লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান রিংকু, রিডার সভাপিতি তৌফিকুর রহমান লাভলু ও আল-ফালাহ কংক্রিট ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী আনোয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন ঠিকদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত অতিথিগণ পোড়া ইটের পরিবর্তে ইউনি ব্লক সহ বিভিন্ন কংক্রীট ব্লক ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন। তাঁরা বলেন. মাটি দিয়ে তৈলী পোড়া ইটের তুলনায় ইউনি ব্লক সহ বিভিন্ন কংক্রীট ব্লক শতভাগ পরিবেশ বান্ধব, টেকসই ও ব্যয় সাশ্রয়ী। বর্তমানে কংক্রীট ব্লক বিভিন্ন ভবন, রাস্তা, ফুটপাত ও সৌন্দর্য্যবর্ধন কাজে ব্যবহৃত হচ্ছে । ইতিমধ্যে স্থনীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইউনি ব্লক দ্বারা রাস্তা নির্মানের প্রকল্প হাতে নিয়েছেন বলে উল্লেখ করেন তারা।


প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩ | সময়: ৫:১৫ পূর্বাহ্ণ | সুমন শেখ