সর্বশেষ সংবাদ :

তুমি সেই মহীয়সী

মো. ইমারত আলী দেওয়ান

আমি বিশ্বাস করি- তুমি সেই মহীয়সী, আমি কল্পনায় ভেবেছি যা আমার আল্পনায় যত ভবিষ্যৎ রঙ্গিন চিত্র তোমাতেই নিহিত তা। জানি তোমাতেই নিহিত সোনালী সেই দিন-বঙ্গবন্ধু চেয়েছিলেন যা,তুমি জানোকি! আমি তাঁর হয়েই বলছি-তুই সামনে এগিয়ে যা মা।

দুঃখ-ব্যথা, ঝড়-তুফানি এসেছে অনেক আসবেই;
সত্যের অহংকার গুঁড়িয়ে দেয় এমন শক্তি পৃথিবীর কোথা নেই। জানি-তোমার জন্ম শুধু গড়তেই,

ঠিক বাতি যেমন তার আলো ছড়িয়ে ভালবাসে শুধু পুড়তেই। তুমি তো সেই-এ জগতে তোমার বলে কিছু নেই;
না থাক, তুমি  কিন্ত   সবার
যেন তোমার মাঝেই বঙ্গবন্ধুকে পেয়েছি ফিরে আবার।
তুমি বাঙালির আশা-আকাঙ্ক্ষা, তুমিই বাঙালির শেষ ভরসা:আমি বিশ্বাস করি, তুমিই সেই….
পৃথিবী জয় তাঁকে দিয়েই সম্ভব-যাঁর কোন পিছুটান নেই।

তুমি পারবে, হ্যাঁ হ্যাঁ তুমিই পারবে-
বিশ্ব মাজারে বাংলাদেশকে উচ্চ   মর্যাদায় অধিষ্ঠিত করতে,
বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করতে।
আমি অন্তরের মীজানে মেপেছি তোমায়,
আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি-তুমি সেই মহীয়সী….

 


প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩ | সময়: ৯:২২ অপরাহ্ণ | Daily Sunshine