সর্বশেষ সংবাদ :

৪ শুটারগান ও গুলিসহ একজন গ্রেফতার : রাজশাহীতে বাদাম বিক্রেতা সেজে অস্ত্রের কারবার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় বাদাম বিক্রেতার ডালার ভেতর থেকে ৪টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলিসহ মিলন হোসেন (২৬) নামের এক অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব রাজশাহীর সদস্যরা।
গ্রেফতার মিলন হোসেন রাজশাহীর চারঘাট উপজেলার ভাটপাড়া ঝাউবনা গ্রামের আতাউর রহমানের ছেলে। শুক্রবার দিবাগত রাতে পুঠিয়া উপজেলার শিবপুরহাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
শনিবার র‌্যাব রাজশাহীর সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল পুঠিয়ার শিবপুর হাট এলাকায় অবস্থান নেন। এ সময় একজন বাদাম বিক্রেতার ছদ্মবেশে ভ্যানযোগে আসছিল। পথে তার বাদামের ডালা তল্লাশি করা হলে ৪টি ওয়ান শুটারগান ৬ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করা হয়। রাতেই তার বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।
রাজশাহীর পুঠিয়া থানার ওসি ওসি ফারুক হোসেন গ্রেফতার অস্ত্র ব্যবসায়িকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩ | সময়: ৬:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ