চ্যাম্পিয়নের ছবি হৃদয়ে আঁকছেন হাবিবুল

স্পোর্টস ডেস্ক: এমন না যে চাইলেই সম্ভব। এশিয়ার চ্যাম্পিয়ন হওয়া যেনতেন কথা নয়। অনেক কাঠখড় পুড়িয়েই মাথায় পড়া যাবে শ্রেষ্ঠত্বের মুকুট। সঙ্গে থাকতে হয় ভাগ্েযর আঁচড়ও। আবার চাইলেই সম্ভব। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে এশিয়ার চ্যাম্পিয়ন হওয়া খুবই সহজ। খুব কাছে গিয়ে তো একাধিকবার শিরোপা প্রায় পেয়েই গিয়েছিল বাংলাদেশ। কিন্তু তীরে গিয়ে তরী ডোবানোর গল্প কম নেই বাংলাদেশের ক্রিকেটে।
তিনবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের। সামনে যখন আরেকটি এশিয়া কাপ দরজায় টোকা দিচ্ছে তখন আবার আশায় বুক বাঁধতে শুরু করেছে সমর্থকরা। শুধু সমর্থকরা নন, ক্রিকেট সংশ্লিষ্টরাও বড় আশা নিয়ে আছেন। তাদেরই একজন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
এশিয়া কাপের এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার ছবি হৃদয়ে আঁকছেন হাবিবুল। তার বিশ্বাস, কেবল নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশ শিরোপা হাতছাড়া করবে না,‘এটি অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ (চ্যাম্পিয়ন হওয়া)। এই ধরনের টুর্নামেন্ট সবসময়ই চ্যালেঞ্জ হয়। এশিয়া কাপে বাংলাদেশ আগেও ফাইনাল খেলেছে। তখন আমরা জিততে পারিনি। আশা করছি, যদি এরকম পরিস্থিতিতে যেতে পারি, এবার হয়তো মিস করব না।’
কাজটা সহজ হবে না তা-ও মনে করিয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক,‘এশিয়া কাপ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলো খুব কঠিন হয়। এখানে সেরা ক্রিকেটটা খেলতে হবে। বাকি যে দলগুলো, সবাই কিন্তু সময়ের সঙ্গে অনেক এগিয়েছে। গত ৪-৫ বছর আগের চেয়ে আফগানিস্তান অনেক এগিয়েছে। শ্রীলঙ্কাও গুছিয়ে নিয়েছে। ভারত, পাকিস্তান অনেক শক্তিশালী। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে, যদি ভালো করতে হয়।’
ঘরের মাঠে ২০১২ ও ২০১৬ সালে পরপর দুইবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। প্রথমবার স্রেফ ২ রানের জন্য পাকিস্তানের বিপক্ষে হতাশার হার। পরেরটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হতাশায় ডুবতে হয়েছে ভারতের বিপক্ষে। এরপর ২০২০ সালে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের সবশেষ আসরে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবারও আশা জাগিয়ে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। এশিয়া কাপের সবশেষ আসরে বাংলাদেশ বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। আফগানিস্তান, শ্রীলঙ্কা কারো বিপক্ষেই ভালো খেলেনি বাংলাদেশ।
এবার ওয়ানডে সংস্করণ হওয়ায় বড় আশা দেখছেন হাবিবুল, ‘গত এক বছরের পারফরম্যান্স যদি দেখেন, তাহলে আমরা আশাবাদী হতেই পারি। তবে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করাটা খুব জরুরি। কারণ বড় টুর্নামেন্টে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আমার মনে হয়, দল হিসেবে আমরা প্রস্তুত আছি। দল হিসেবে আমরা ভালো করছি।’
‘গত এক বছর ধরে আমরা আমাদের খেলার ধরন সম্পর্কে পরিষ্কার। কী ধরনের খেলা খেলতে চাই, সেটা এখন আমরা পরিষ্কার। যদি টুর্নামেন্টে আমরা পুনরাবৃত্তি করতে পারি, তাহলে অবশ্যই এশিয়া কাপে ভালো করা সম্ভব।’ – যোগ করেন তিনি।


প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩ | সময়: ৬:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ