লিটনের পক্ষে নগরীতে আ’লীগের প্রচার-প্রচারণা ও সভা অব্যাহত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে সভা সমাবেশ চলছে। শনিবার বিকাল ৪টায় ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডা: তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। সভায় সভাপত্বি করেন যথাক্রমে ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল করিম।
সভায় আরো বক্তব্য রাখেন ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আলমগীর। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
এদিকে কিতেলে নগরীর সিএন্ডবি মোড়ে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের, সন্ধ্যায় পদ্মা সাধারণ গ্রন্থাগারের অডিটোরিয়ামে ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে জয়যুক্ত করার লক্ষ্যে ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু, সদস্য জহির উদ্দিন তেতু, জয়নাল আবেদীন চাঁদ, আশীষ তরু দে সরকার অর্পণ, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান।

সভায় বক্তারা বলেন, রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২১ জুন আবারও জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। রাজশাহীতে উন্নয়ন ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। এবার প্রয়োজন কর্মসংস্থানের। আর জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবার সেই কর্মসংস্থানের লক্ষ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বক্তারা আরও বলেন, আমাদের প্রতিপক্ষ দল ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু তারা আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্রকে আমাদের নগরবাসীকে একত্রিত হয়েই প্রতিহত করতে হবে।
সভা সমূহে সভাপতিত্ব করেন যথাক্রমে ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলাম রবি, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী মাসুম।
সভায় আরো বক্তব্য রাখেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালেক তুহিন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য নজরুল ইসলাম তোতা, মোকাদ্দেস হোসেন লাবলু, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ দপ্তর সম্পাদক রাহাদুল ইসলাম রঞ্জু, ০৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ সভাপতি মনিরা রহমান, সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখা: এএইচএম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে শনিবার রাজশাহী রেলওয়ে ক্যারেজ ডিপোতে ট্রেন পরীক্ষক ও ট্রেন ক্লিনার এবং কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে প্রচার প্রচারণা ও উন্নয়নের চিত্র বিতরণ অনুষ্ঠিত হয়। মতিবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান। সভায় রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপনে লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম এঁর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আকতার আলী। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপনে লাইন শাখার সহ-সভাপতি মান্নান বাবু, অতি: সাধারণ সম্পাদক জয়েদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হবি, আরিফুল, প্রচার সম্পাদক রাজু, আরবিআর শাখার সহ-সভাপতি আইনুল, যুগ্ম সাধারণ সম্পাদক দেবু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার, সহ-সম্পাদক সাদিকুল, আইন বিষয়ক সম্পাদক সুদেব কুমার, শ্রমিক নেতা পল্লব কান্তি, সোহেল, ওলি, সহ রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহী ডিপো কর্মচারীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানগর যুবলীগ : বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে ২১ নং ওয়ার্ডে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, রায়হানুর রহমান, রবিউল ইসলাম রুবেল সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিট: মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিটের উদ্যোগে শনিবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম ইয়াসিন আলী মোল্লা, সহকারী কমান্ডার দপ্তর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিটের সভাপতি মাহমুদ হাসান ফয়সল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিঠু।
সভায় সিটি কর্পোরেশন নির্বাচন ও পবা উপজেলার সাংগঠনিক বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন হয়। সভায় পবা উপজেলার মোঃ ফজলুল বারী কে আহবায়ক করে ১১ সদস্য কমিটি গঠন করা হয়। সভা শেষে সফল মেয়র জননেতা এ. এইচ.এম খায়রুজ্জামান লিটন এঁর পক্ষে কামারুজ্জামান চত্বর ও নিউ মাকেট এলাকায় প্রচার লিফলেট বিতরণ করা হয়।
এই সময় পরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিটের সহ-সভাপতি মাসুম আখতার শিশির, মাসুম আল রশিদ, শরীফ উদ্দিন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, আনারুল কবীর স্বপন, সাংগঠনিক সম্পাদক তৌহিদ জামিল, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েম হাসান জনি, এসএম শুভ, দপ্তর সম্পাদক আহসান আলী, সমাজকল্যাণ সম্পাদক নাফিজ হাসান খান, আইন বিষয়ক সম্পাদক এস.এম জলি সহ জেলা ইউনিটের সদস্যবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার সদস্য সচিব সেজান রহমান সহ উপজেলার নেতৃবৃন্দ।
মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ: রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে শনিবার বিকালে মহানগরীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর থেকে শুরু করে পলিটেকনিক মোড়, শালবাগান কাঁচাবাজার হয়ে শালবাগান মোড় সহ তৎসংলগ্ন এলাকায় প্রচার প্রচারনা ও লিফলেট বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মোমিন, শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব সহ সাবেক ছাত্রলীগের প্রায় তিন শতাধিক নেতৃবৃন্দ।


প্রকাশিত: মে ৭, ২০২৩ | সময়: ৬:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ