বিশ্বকাপে পরিবর্তিত সূচিতে বাংলাদেশের ৩ ম্যাচ

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের সূচি পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল অনেকদিন ধরেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। টুর্নামেন্টের প্রাথমিক পর্বের নয়টি ম্যাচের সূচিতে বদল আনা হলো। যেখানে তিনটি ম্যাচ নতুন সূচিতে খেলবে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি বুধবার পরিবর্তিত সূচি প্রকাশ করেছে।
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লড়াই শুরুর সময় বদলে গেছে। পূর্বের সূচিতে আগামী ১০ অক্টোবর ম্যাচটি হওয়ার কথা ছিল বেলা আড়াইটায়। এখন পরিবর্তিত সূচিতে ম্যাচটি হবে সকাল ১১ টায়। বদল এসেছে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুটি ম্যাচের সূচিতেও।
১৪ অক্টোবরের পরিবর্তনে কিউইদের বিপক্ষে এখন বাংলাদেশ মাঠে নামবে ১৩ অক্টোবর, বেলা আড়াইটায়। আর রেকর্ড পাঁচবার শিরোপা জয়ীদের সঙ্গে বাংলাদেশের ম্যাচ ১২ নভেম্বরের বদলে হবে ১১ নভেম্বর, সকাল ১১টায়। এছাড়া ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটির সূচিতেও বদল এসেছে। এক দিন এগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই হবে ১৪ অক্টোবর।
বাবর আজমদের যথেষ্ট বিশ্রাম দিতে দুই দিন এগিয়ে আনা হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ। আগামী ১০ অক্টোবর হবে এশিয়ার দল দুইটির লড়াই। এক দিন এগিয়ে ১২ অক্টোবর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের মতো ইংল্যান্ডেরও তিনটি ম্যাচের সূচিতে বদল এসেছে। আফগানিস্তানের বিপক্ষে তাদের ম্যাচটি পিছিয়ে গেছে এক দিন, নতুন সূচিতে এখন হবে আগামী ১৫ অক্টোবর। আর পাকিস্তানের বিপক্ষে ইংলিশদের লড়াই এক দিন এগিয়ে ১১ নভেম্বর।
দুই দিন পিছিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের ম্যাচটি এখন হবে আগামী ১২ নভেম্বর। কোনো ম্যাচের ভেন্যুতে পরিবর্তন আনা হয়নি। আহমেদাবাদে আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু ওয়ানডের ত্রয়োদশ বৈশ্বিক আসর। সেমি-ফাইনাল দুটি হবে আগামী ১৫ ও ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।


প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩ | সময়: ৫:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ