সাংবাদিকদের সঙ্গে নয়া এসপির মতবিনিময় মাদককে কোন ছাড় নয়

স্টাফ রিপোর্টার: যতদিন দায়ত্বি পালন করবো কাজের মাধ্যমে মাদক নিমূলে কাজ করে যাবো। কোন প্রকার ছাড় দেয়া হবে না। এছাড়াও খুনের ঘটনায় সব সময় পুলিশের নজরদারি থাকবে। খুনের ঘটনায় গাফলতির কোন সুযোগ নেই বলে জানয়িছেনে সদ্য যোগদাকৃত রাজশাহী জলো পুলিশ সুপার মো. সাইফুর রহমান। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে রাজশাহীতে র্কমরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবনিমিয় সময় এসব বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষি জমি বিনিষ্ট করার অপচেষ্টা চলছে। ইট-ভাটার মালিকরা এর বিরোধিতা করেছে। তবে সেটি কর্তৃপক্ষের সাথে কথা বলে কৃষি জমি কাটার বিষয়ে সেটির যাতে সু-ব্যবস্থাপনা করা হয় সেটিও করবো।
এছাড়াও পুলিশ সুপার জানান, রাজশাহীতে থাকবো ততদিন অত্যান্ত নবিড়ি সর্ম্পক গড়ে তুলে নিষ্ঠার সাথে কাজ করে যাবো। এখানে কাজ করলে সকলের সাথে হাজারো স্মৃতি জড়িয়ে থাকবে। দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। সকলের সাথে হাজারো সুখ স্মৃতি নিয়ে বিদায় নিবো।
মতবনিমিয় সভায় আরো উপস্থিত ছিলেন, অতরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) আবু সালহে মো. আশরাফুল হক, সনাতন চক্রর্বতী (ক্রাইম এ্যান্ড অপস), মো. রফিকুল আলম (ডিএসবি) সহ পুলশিরে অন্যান্য উর্ধ্বতন র্কমর্কতাবৃন্দ।


প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩ | সময়: ৬:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ