এশিয়া কাপ খেলা হচ্ছে না তামিমের

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ দিনের বয়ে বেড়ানো ব্যথার কারণে এবার এশিয়া কাপ খেলা হচ্ছে না তামিম ইকবালের।
বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম। সেখানে বিসিবির মেডিকেল বিভাগের চিকিৎসক, দলের ট্রেনার ও ফিজিওর সঙ্গে যোগাযোগ করা হয়। সবার সম্মিলিত সিদ্ধান্তে তামিমকে এশিয়া কাপ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
তামিম মাঠে ফিরবেন বিশ্বকাপের ঠিক আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে খেলবেন বিশ্বকাপে। পিঠের নিচের অংশের ব্যথা মুক্তির চিকিৎসা নিয়ে তামিম সোমবার (৩১ জুলাই) বিকেলে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান। এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার লাম্বার ফোর ও লাম্বার ফাইভের সংযুক্ত ডিস্কে পর্যায়ক্রমে দুটি ইনজেকশন নিয়েছেন তিনি।
তামিমের মাঠে ফেরার লড়াইটা শুরু হবে সপ্তাহ খানেকের ভেতরেই। মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের পরামর্শে একটু একটু করে তার ফিটনেসের কাজ শুরু হবে। তার এই পুনর্বাসনের কাজ করবেন বিসিবির চিকিৎসক, ফিজিও ও ট্রেনাররা। ১৪ দিন পর তামিম ব্যাট হাতে অনুশীলন শুরু করতে পারবেন। শুরুতে হাল্কা জোরে করবেন ব্যাটিং। ধাপে ধাপে বাড়াবে তার ওয়ার্কলোড।
কিন্তু ততদিনে বাংলাদেশের এশিয়া কাপের অনুশীলন পুরোদমে চলবে এবং শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার প্রস্তুতি নেবে দল। তামিমকে থাকতে হবে অনিশ্চয়তাই। এজন্য সবার সম্মিলিত সিদ্ধান্ত বাঁহাতি ওপেনারকে সরিয়ে নেওয়া হয়েছে মহাদেশীয় প্রতিযোগিতা থেকে। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তামিমের চোট নিয়ে আদ্েযাপান্ত জানিয়েছেন।
‘তামিমের যে ইনজুরি ইস্যু আছে তাতে সে প্রায় এক বছর ধরেই ভুগছে। চিকিৎসা করিয়েছে। সম্প্রতি লন্ডনে তার কোমড়ের এল ফোর এবং এল ফাইভ অংশে ক্রুটি ধরা পড়েছে। ওখান থেকে ব্যথা হয়। সেখানে ইনজেকশনের একটা অপশন ছিল, সেখানে নার্ভটা ব্লক করে দুই দিন তারা দেখেছে ইনজেকশনের ইফেক্ট কি থাকে তা দেখার জন্য।’
‘এরপরও কিছু ব্যথা ছিল। দ্বিতীয় ইনজেকশন এরপর দেয়া হয়। এর ফলে আরও দুইদিন অপেক্ষা করতে হয়। এরপর কিছু ব্যথা কমেছে। এখন যে ট্রিটমেন্ট সেটা হল ২৮ জুলাই থেকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এখানে কাল পর্যন্ত এক সপ্তাহ কমপ্লিট রেস্ট। এরপর ১১ তারিখ পর্যন্ত হালকা রিহ্যাব দুই সপ্তাহ এখানে চলে যাবে। এরপর খেলার মতো না হলেও তাকে নিয়ে আস্তে আস্তে কাজ করা হবে। এই সময়ে আরও দুই সপ্তাহ চলে যাবে তার নেটে আসতে।’
‘অনুশীলনের পুরোদমে ফেরার ব্যাপারটা হতে হতে ২১ তারিখ হয়ে যাবে। সবাই জানেন যে, দল এশিয়া কাপে যাবে ২৬ আগস্ট। আমরা, বিসিবি প্রধান, চিকিৎসক, ফিজিও, তামিমসহ সবাই কথা বলে সিদ্ধান্ত নিয়েছি এই এশিয়া কাপে তাকে ফেরানো সম্ভব হবে না।‘ ‘তামিম নিজেই বলেছে যে, সে নিউ জিল্যান্ড সিরিজের জন্য অ্যাভেইলেবল আছে এবং পরে বিশ্বকাপ। আমরা আশা করি সে নিউ জিল্যান্ডের আগে তার সঙ্গে কাজ করবে এবং নিউ জিল্যান্ড ও বিশ্বকাপে ফেরানোর জন্য তার সঙ্গে সর্বোচ্চ কাজ করা হবে, সহযোগীতা করা হবে।’


প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩ | সময়: ৬:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ