অনূর্ধ্ব-১৬ নারী আরচ্যারী প্রশিক্ষণ শিবির শুরু

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের আর্থিক সহযোগিতায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃণমুল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ আরচ্যারী প্রশিক্ষণ কার্যক্রমের বাছাই পর্বে ১৫০ জন অনূর্ধ্ব-১৬ বছর বয়সী নারী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ২০জন নারীকে চুড়ান্ত বাছাই করা হয়। চুড়ান্ত বাছাইকৃত ২০ জন নারীকে নিয়ে ১০ দিনব্যাপী তৃণমুল পর্যায়ে অনুর্ধ্ব-১৬ আরচ্যারী প্রশিক্ষণ কার্যক্রম গতকাল রাজশাহী জেলা জিমনেসিয়ামে শুরু হয়েছে। চুড়ান্ত বাছাইকৃত নারীদের বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রশিক্ষক তিতাস উদ্দীন প্রশিক্ষণ প্রদান করবেন। আর তাকে সহযোগিতা করবেন স্থানীয় প্রশিক্ষক সাইফুদ্দিন। প্রশিক্ষণ কার্যক্রমের ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৬০ হাজার ২ শত ৫০ টাকা। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন আরচ্যারী ফেডারেশনের নির্বাহী সদস্য ও প্রশিক্ষণ কমিটির আহবায়ক ফারুক ঢালী। তিনি বলেন, খেলাধুলায় প্রশিক্ষণের কোন বিকল্প নাই। সঠিকভাবে প্রশিক্ষণ নিলে একদিন ভালো আরচ্যারী খেলোয়াড়ে পরিণত হবে ও দেশ বিদেশে খেলতে গিয়ে দেশের সুনাম বয়ে আনবে। এ সময় বাংলাদেশ আরচ্যারী ফোডারেশনের নির্বাহী সদস্য শেখ আজিজুর রহমান বাচ্চু, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) নাজমীর আহম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরচ্যারী সমিতির আহবায়ক আবু সালে ওমর শরীফ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সমিতির সদস্য সচিব সাইফুদ্দিন বাচ্চু।


প্রকাশিত: আগস্ট ৪, ২০২৩ | সময়: ৬:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর