এসএসসির ফলাফল বিপর্যয়ে বিদ্যালয়ে জরুরি সভা

কেশরহাট প্রতিনিধি: মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএসসি পরিক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ উদ্ঘাটনের লক্ষে শিক্ষক, সাংবাদিক, সূধীসমাজ ও বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর এ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় ৭৭ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে। এরমধ্যে ১২ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়।
এছাড়াও একজন শিক্ষার্থীও পানিনি জিপিএ-৫। গত কয়েক বছর যাবত বিদ্যালয়ে এধরণের ফলাফল বিপর্যয় ঘটছে বলে বক্তারা অভিযোগ করেন। সোমবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকের মধ্যে সমন্ময়হীনতা, বিদ্যালয়ের বাণিজ্যিক আবাসন তৈরিতে প্রধান শিক্ষকের অধিকতর গুরুত্বারোপ, অধিকাংশ সহকারি শিক্ষকদের দায়িত্বহীনতা, শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে মোবাইল গেম খেলা, বহিরাগতদের মাধ্যমে ইভটিজিংয়ের কারণে ছাত্রীদের অনুপস্থিতিসহ অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের প্রতি নজর না রাখাই ফলাফল বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। আগামী দিনে বিদ্যালয়ের সুনাম পুনরুদ্ধারে কার্যকরী সিদ্ধান্ত গৃহিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুস্তম আলীর প্রামাণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক সহিদুজ্জামান, সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক রাসেল সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গোলম কিবরিয়া সহ সকল শিক্ষক কর্মচারী।


প্রকাশিত: আগস্ট ১, ২০২৩ | সময়: ৬:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ