কলম্বোয় ১০ ওভারে ৩৩ রানের পর বৃষ্টির দাপট

স্পোর্টস ডেস্ক: সকালের সেশনে খেলা হলো ১০ ওভার। স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করে প্রথম ইনিংসে লিড নিল পাকিস্তান। এরপর বৃষ্টির যে দাপট শুরু হলো, সারা দিনে আর খেলাই শুরু করা গেল না। প্রবল বর্ষণে ভেস্তে গেছে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের বেশিরভাগটা। পাকিস্তানের রান এখন ২ উইকেটে ১৭৮। এগিয়ে আছে তারা ১২ রানে।
৭৪ রানে দিন শুরু করে ৮৭ রানে অপরাজিত আছেন ওপেনার আবদুল্লাহ শফিক। আগের দিন ৮ রানে অপরাজিত অধিনায়ক বাবর আজমের রান এখন ২৮। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দুই ব্যাটসম্যান মঙ্গলবার দিনের শুরুটা করেন দেখেশুনে। টানা ১৭টি ডট বল করেন প্রবাথ জয়াসুরিয়া। পরে বাঁহাতি এই স্পিনারকে ছক্কায় ওড়ান বাবর। পেসার আসিথা ফার্নান্দোকে একই ওভারে তিনি মারেন দুটি চার।
আসিথার পরের ওভারে তিন বল হতেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাঠ আর খেলার উপযুক্ত ছিল না। বিকেল সোয়া তিনটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তৃতীয় দিনে খেলা শুরু হবে সকাল পৌনে দশটায়। সম্ভব হলে খেলা হবে ৯৮ ওভার।


প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩ | সময়: ৪:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ