রাজশাহী কলেজে ইন্সটিটিউশনাল সেলফ এ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : রোববার কলেজ অডিটোরিয়ামে ইন্সটিটিউশনাল ডেভেলপমেন্ট গ্র্যান্ট (আইডিজি) সাব-প্রজেক্ট(সিইডিপি)- এর উদ্যোগে ইন্সটিটিউশনাল সেলফ এ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় কলেজের বিভিন্ন বিষয়ের ৬০ জন শিক্ষক/কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালার চেয়ারপারসন ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইডিজি সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য-১ ড. মোঃ রেজাউল করিম। কর্মশালায় কি-নোট উপস্থাপন করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইডিজি সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য-২ ড. সুশান্ত রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে আত্মমূল্যায়ন (সেলফ-এ্যাসেসমেন্ট) একটি সর্বজন স্বীকৃত ব্যবস্থা। এর মাধ্যমে সক্ষমতা এবং দুর্বলতা চিহ্নিত করে যথাযথ পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়ন নিশ্চিত করা যায়। সেদিক থেকে আজকের এই কর্মশালা বিশেষ গুরুত্ব বহণ করে। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকগণের প্রতি কলেজের উন্নয়নে সুনির্র্দিষ্ট সুপারিশমালা প্রণয়নের আহ্বান জানান। এছাড়া উপাধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে বলেন, এ কর্মশালায় গৃহীত সুপারিশমালা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী সকলের উন্নয়নে বিশেষ অবদান রাখতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ইতিবাচক ভূমিকা পালন করবে।


প্রকাশিত: জুন ২৬, ২০২৩ | সময়: ৬:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ