২০ শতাংশের বেশি বাড়ছে জ্যোতিদের বেতন সর্বোচ্চ ১ লাখ

স্পোর্টস ডেস্ক: নারী ক্রিকেট ঢেলে সাজানোর কাজে হাত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কদিন আগে সব বিভাগে দেশি-বিদেশি কোচ নিয়োগের পর এবার বেতন ও ম্যাচ-ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
চার ক্যাটাগরিতে নারী ক্রিকেটারদের বেতন বাড়ছে ২০ শতাংশেরও বেশি। মূলত ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর রাউন্ড ফিগারে আনার জন্য আরও কিছু টাকা বাড়ায় বোর্ড। সোমবার বিসিবি কার্যালয়ে বোর্ড মিটিংয়ের পর বেতন বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন সভাপতি নাজমুল হাসান পাপন। ‘মেয়েদের ম্যাচ ফি ও মাসিক যে বেতনটা এতোদিন পেত ওটা বাড়িয়েছি। আজকে সিদ্ধান্ত নিয়েছি, ভালো পরিমাণে বাড়ানো। তবে ভালোর তো শেষ নাই। এখন যা পাচ্ছে, তার চেয়ে স্যালারি ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে।’
বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল টাকার অঙ্কের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সব ক্যাটাগরিতে প্রায় ২০ শতাংশ করে বাড়ানো হয়েছে। তবে ২০ শতাংশের কিছু বেশি হবে। সবগুলো রাউন্ড ফিগার করে দেওয়া হয়েছে। যেমন আগে যেটা ৮০ হাজার ছিল, সেটা এখন ১ লাখ করে দেওয়া হয়েছে।’
‘আগে ‘এ’ ক্যাটাগরি ছিল ৮০ হাজার টাকা, বি’তে ৬০ হাজার, সি’তে ৩৫ ও ডি’তে ছিল ২৫ হাজার টাকা। সবগুলোই ২০ শতাংশ করে বাড়িয়ে কাছাকাছি রাউন্ড ফিগার করে দেওয়া হয়েছে’-আরও যোগ করেন নাদেল। বেতন বাড়ানোর পর এ ক্যাটাগরি ৮০ হাজার থেকে এখন ১ লাখ, বি ক্যাটাগরি ৬০ হাজার থেকে এখন ৭৫ হাজার, সি ক্যাটাগরি ৩৫ হাজার থেকে এখন ৫০ হাজার ও ডি ক্যাটাগরি ২৫ হাজার থেকে এখন ৩০ হাজার টাকা হয়েছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটার আছেন ২৫ জন।
বেতনের পাশাপাশি নারীদের ম্যাচ ফি-ও বেড়েছে। ওয়ানডেতে ম্যাচ ফি করা হয়েছে ১ লাখ টাকা, যেটি আগে ছিল ৩০০ ডলার। টি-টোয়েন্টিতে হয়েছে ৫০ হাজার টাকা, আগে ছিল দেড়শ ডলার। নারী দলের পাশাপাশি বেড়েছে ‘এ’ দলের ম্যাচ ফি। ‘এ’ দলের চার দিনের ম্যাচে দেড় লাখ, এক দিনের ম্যাচে এক লাখ ও টি-টোয়েন্টিতে ৫০ হাজার টাকা করা হয়েছে


প্রকাশিত: জুন ১৩, ২০২৩ | সময়: ৫:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ