টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রাপ্তি ১ লাখ ডলার

স্পোর্টস ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। ফাইনালে জয়ী দল পাবে ১৬ লাখ ডলার। এই চক্রের ফাইনালে আগামী ৭ জুন ওভালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। রানার্সআপ দলকে দেওয়া হবে ৮ লাখ ডলার। ম্যাচ ড্র হলে ২৪ লাখ ডলার ভাগ করে নেবে দুই দল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এই প্রতিযোগিতার প্রাইজ মানি ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। এই চক্রের প্রাইজ মানির অঙ্কে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম চক্রের (২০১৯-২১) মতো এবারও অংশগ্রহণকারী ৯ দলকে ভাগ করে দেওয়া হবে ৩৮ লাখ ডলার। প্রথম আসরের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউ জিল্যান্ড।
এবারের চক্রে তৃতীয় হয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা পাবে সাড়ে ৪ লাখ ডলার। চতুর্থ হওয়া ইংল্যান্ড পাবে সাড়ে ৩ লাখ ডলার। শেষ পর্যন্ত ফাইনালের লড়াইয়ে থাকা শ্রীলঙ্কা হয়েছে পঞ্চম। দলটি পাবে ২ লাখ ডলার। পরের চারটি স্থানে আছে যথাক্রমে নিউ জিল্যান্ড (ষষ্ঠ), পাকিস্তান (সপ্তম), ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম) ও বাংলাদেশ (নবম)। এই দলগুলির সবাই পাবে ১ লাখ ডলার করে।


প্রকাশিত: মে ২৮, ২০২৩ | সময়: ৬:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ