সর্বশেষ সংবাদ :

বিকল্প অধিনায়ক আছে ৫-৬ জন: আকরাম খান

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ক। কিন্তু চোটের কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব না খেললে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কে? জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন, হাতে বিকল্প অধিনায়ক আছে ৫-৬ জন।
রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ‘ডিএনসিসি মেয়র কাপ ২০২৩ সিজন-টু’র উদ্বোধন করতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আকরাম খান। লিটন দাস সহঅধিনায়ক। সে হিসেবে সাকিব না থাকলে তার কাঁধেই বর্তাতে পারে অধিনায়কত্বের গুরুদায়িত্ব। লিটন কি অধিনায়ক হবেন? এমন প্রশ্ন এড়িয়ে গেলেন আকরাম। তিনি বলেন, ‘এটা তো পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড সিদ্ধান্ত নিবে কে ক্যাপ্টেন হবে, না হবে। এখন এ নিয়ে কিছু বলা যাবে না।’
মেহেদি হাসান মিরাজের যুব বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে নাজমুল হোসেন শান্তর। তাদের কেউ অধিনায়ক হতে পারেন কিনা? এমন প্রশ্নে আকরামের জবাব, ‘ওরা তো ফিউচার প্লেয়ার। যখনই এদেরকে পিক করা হয়েছিল কিছু প্লেয়ারের ক্যাপ্টেনসি গুণ থাকে। এইগুলো এদের মধ্যে আছে। প্রায় ৫-৬ জন ক্যান্ডিটেট আছে। এটা ডিপেন্ড করছে কারেন্ট ক্যাপ্টেন যে আছে, সিলেক্টর, কোচ আছে; ওরা মিলে সিদ্ধান্ত নিবে। ক্যাপ্টেন আছে ৫-৬ জন।’
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে লম্বা সময়ের জন্যই বিশ্রামে আছেন ক্রিকেটাররা। এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন আকরাম, ‘আমাদের যে রকম এফটিপি আছে আমরা যত রেস্ট পাবো তত ভালো। দেখেন বিপিএল হলো, বিদেশি দল আসল, আমরা গেলাম, টেস্ট হলে ভালো হবে। সবচেয়ে ভালো হবে, সাকিবের ফিরে আসাটা। ও সময় পেয়ে গেল।’


প্রকাশিত: মে ২২, ২০২৩ | সময়: ৫:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ