সর্বশেষ সংবাদ :

ঢাবির ভর্তি পরীক্ষা আজ রাবি অভ্যন্তরে যানবাহন চলাচলে বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর ১২.৩০ পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নিম্নলিখিত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিধিনিষেধসমূহ হলো- সকাল সাড়ে ৯ টার পর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ধরণের যানবাহন প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের প্রয়োজনে আগত যানবাহনসমূহ বিশ্ববিদ্যালয়ের কাজলা ও বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে এবং মেইনগেট দিয়ে বের হয়ে যাবে। প্রয়োজনে যানবাহন রাখার জন্য সাবাশ বাংলাদেশ মাঠ ব্যবহার করা যাবে। তবে সেটি অবশ্যই সকাল সাড়ে ৯ টার মধ্যে হতে হবে।
পরীক্ষার জন্য নির্ধারিত একাডেমিক ভবনসমূহের সংযোগকারী ছোট সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। ক্যাম্পাসের কোনো সড়কে ও তার আশেপাশে যানবাহন রাখা যাবে না। উপর্যুক্ত বিধিনিষেধসমূহ মেনে চলার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও যানবাহন চালকদেরকে বিশেষভাবে আহ্বান জানানো হলো।


প্রকাশিত: মে ৬, ২০২৩ | সময়: ৪:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ