‘গ্রিন সিটি ও ক্লিন সিটি উপহার দিয়েছেন, এবার শিল্পায়ন ও কর্মসংস্থান দেবেন মেয়র লিটন’

স্টাফ রিপোর্টার : 
‘রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীকে বদলে দিয়ে উন্নয়ন দেখিয়ে দিয়েছেন। গ্রিন সিটি ও ক্লিন সিটি রাজশাহী উপহার দিয়েছেন, এবার তিনি শিল্পায়ন ও কর্মসংস্থান দেবেন।’ বুধবার (০৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত নগর ভবনের এ্যানেক্স সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আশাবাদ ব্যক্ত করেন রাজশাহীর ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাজার ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

 

 

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের প্রসারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। রাজশাহীর সড়ক যোগাযোগ ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন ঘটেছে। এবার প্রয়োজন রেল, নৌ ও বিমান যোগাযোগের উন্নতি। এক্ষেত্রে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আগামীতে বলিষ্ঠ ভুমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী। আমরা সকল ব্যবসায়ী জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে অতীতের ন্যায় আগামীতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’

 

 

মতবিনিময় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসং¯’ান বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমি ভারতের মুর্শিবাদের ধূলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ হয়ে রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নৌরুট চালুর কাজের অনেক দূর অগ্রগতি করতে পেরেছি। নৌ পথ ও নৌবন্দর চালু করার চেষ্টা অব্যাহত রেখেছি। এটি চালু হলে উভয় দেশের পণ্য আমদানি ও রপ্তানি করা যাবে। ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
রাসিক মেয়র বলেন, আগামীতে রাজশাহী সিটির সীমানা বর্ধিত করা হবে। সীমানা বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যে দিয়েছি। আগামীতে বিজয়ী হলে এসব কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।

 

 

 

 

সভায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, ‘মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীর উন্নয়ন দেখিয়ে দিয়েছেন। রাজশাহীকে উন্নয়নের শিখরে নিয়ে যা”েছন। এবার তিনি কর্মসংস্থান দেবেন। শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আমরা মেয়র মহোদয়ের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যাব।’

 

 

এছাড়া আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ মামুদ হাসান, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু. রাজশাহী ইউমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন,
রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল, রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি হারুন অর রশীদ, রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়শনের সভাপতি তৌফিক রহমান লাভলু সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সানশাইন / শাহ্জাদা


প্রকাশিত: মে ৩, ২০২৩ | সময়: ১০:৪৭ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর