চাঁপাইনবাবগঞ্জে কালেক্টরেট শিশু পার্ক উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘদিন পরিতক্ত থাকার পর বুধবার চাঁপাইনবাবগঞ্জে কালেক্টরেট শিশু পার্ক পুনর্বিন্যাস ও সৌন্দর্যবর্ধন করে উদ্বোধন করা হয়েছে। বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থিত কালেক্টরেট শিশু পার্কটিকে উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোজহার আলী প্রামানিক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম।

 

 

 

উদ্বোধনকালে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, শিশুদের মানুষিক বিকাশে দেশের প্রতিটি জেলায় শিশুপার্ক তৈরির অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং সকলের সহযোগিতায় আমরা প্রায় পরিত্যক্ত জায়গায় শিশুপার্কটি তৈরি করতে পেরেছি। আসা করি এর মাধ্যমে শিশুরা বিভিন্ন প্রানির সাথে এখানে পরিচিত হতে পারবে এবং মানুষিক বিকাশের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে ভুমিকা রাখবে। পর্যায়ক্রমে এটির আরো উন্নয়ন করা ও এটির সংরক্ষণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।শিশু পার্কটি প্রতিদিন সকাল ১০টা ধেকে সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। পরে জেলা অফিসার্স ক্লাবে ইনডোর ব্যাডমিন্টন কোর্টেরও উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: মে ৩, ২০২৩ | সময়: ৮:৫৩ অপরাহ্ণ | Daily Sunshine